লকডাউনের সময়য় কাজে লাগিয়ে ঘরে বসে কি করবো সময় কাটেনা। কি বার মনে থাকেনা। মনে হয় শুক্র বারই সপ্তাহের একমাত্র দিন। কারন সেদিন মসজিদে যেতে মন ছটফট করে কিন্তু ঘরে বসে আল্লাহ্কে ডাকা ছাড়া আর উপায় নেই। গত ৩ বছর ধরে আচার বানালেও দেশি রসুনের আচার বানাতে পারিনি ছেলার ভয়ে। ১ কেজি দেশি রসুন যে সময় যায় সেই সময়ে ঢাকা থেকে খুলনা ঘুরে আশা যায়! যাই হোক অনেক প্রতীক্ষার পর বানিয়ে ফেলেছি দেশি রসুনের আচার। লকডাউন এর ফলে দিন রাত এক করে রসুন ছিলেছি । চিনি মুক্ত! প্রিজারভেটিভ মুক্ত! এক কোয়া রসুনের আচার খাবারের স্বাদ বারিয়ে দেয়। যে কোন খাবারের সাথে আপনি খেতে পারেন। আমাদের আচার সাধারণ তাপ মাত্রায় ৭ দিন ভালো থাকে।ফ্রিজে রেখে খেতে চাইলে সর্বোচ্চ ২ মাস খেতে পারবেন। কোন কারনে গন্ধ বা ফাংগাস পরে গেলে ফেলে দিবেন। গর্ভবতি অবস্থায় ও আমাদের আচার খাওয়া যায়।
Weight: 200gm
Free Delivery