Buy Any 2 Jar, Get FREE Delivery

যেকোন ২টি জার কিনলে ফ্রি ডেলিভারি (সারাদেশে)

বরই খাওয়ার উপকারিতা

2 minute read

বরই খাওয়ার উপকারিতা - The Eastern Pickle Company

কুল একটি সুস্বাদু ফল। কোনো কোনো অঞ্চলে একে ‘বরই’ বলা হয়। এটি বাংলাদেশের প্রায় সব জায়গায়, সব ধরনের মাটিতেই জন্মে। এই ফল দিয়ে তৈরি করা যায় নানা মুখরোচক খাবার, যেমন- কুল বা বরই এর আচার, চাটনি, বরই এর মোরব্বা।

কুল বা বরই এর পুষ্টি গুণাগুণ

কুলে ক্যালরির পরিমাণ খুবই কম। তবে এতে প্রচুর আঁশ, ভিটামিন এবং খনিজ উপাদান পাওয়া যায়। ১০০ গ্রাম কুলে রয়েছে ক্যালরি ৭৯ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, কার্বোহাইড্রেট ২০ গ্রাম, আঁশ ১০ গ্রাম। দৈনিক চাহিদার ৭৭ ভাগ ভিটামিন-সি, ৫ ভাগ পটাশিয়াম ভাগ পাওয়া যায়।

এছাড়া এতে অল্প পরিমাণে বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ উপাদান রয়েছে। তবে প্রচুর ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।

কুল বা বরই এর উপকারিতা

স্নায়ুতন্ত্র, রোগপ্রতিরোধ ও হজমের জন্য কুল বেশ সহায়ক। এর রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা। 

১. কুলে প্রচুর ভিটামিন-সি পাওয়া যায়, যা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফ্রি র‌্যাডিকেল কমাতে চমৎকার কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ডায়াবেটিস এবং ক্যানসারের মতো রোগপ্রতিরোধ করে। অবসাদ কমাতে সাহায্য করে।

২. কুল খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। এই ফলের রয়েছে ক্যানসার কোষ, টিউমার কোষ ও লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা। এটি যকৃতে সুরক্ষা বর্ম তৈরি করে।

৩. বরই হজমে সহায়ক। এটি কোষ্ঠকাঠিন্যসহ অন্যান্য হজমজনিত সমস্যার সমাধানে সহায়ক।

৪. কুল রক্ত বিশুদ্ধকারক হিসেবে কাজ করে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য টক বরই উপকারী।

৫. কুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ফলে এটি বিভিন্ন সংক্রামক রোগ, যেমন- টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বায় ঘা ইত্যাদি দূর করে।

৬. মৌসুমি জ্বর, সর্দি-কাশিও প্রতিরোধ করে কুল। এছাড়া হজমশক্তি বৃদ্ধি ও খাবারে রুচি আনে। ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে কোমল করে তুলতে সহায়ক।

খাদ্যতালিকায় বরই এর সংযোজন

বরই কেবল তাজা ফল হিসেবেই নয়, বরং যুগ যুগ ধরে আমাদের দেশে এটি আচার কিংবা চাটনি তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। অনেকেই লবণ-মরিচ মেখে সরাসরি কাঁচা-পাকা বরই খেতে পছন্দ করেন। ধনেপাতা, কাঁচা মরিচ আর লবণ মেখে শিলপাটায় ছেঁচে বানানো টক বরই ভর্তা স্বাদে-গন্ধে অতুলনীয়।

কর্ম-ব্যস্ততায় যারা আঁচার বানানোর সময় পায় না তারাও আয়েশ মেটাতে বরই এর আঁচার কিনে খাচ্ছেন।

বরই এর আঁচার (Boroi Pickle) - Eastern Pickle

শেষ কথা

কুলের উপকারিতা সম্পর্কে এখন আমরা কম বেশি সকলেই জানি, তবে এর প্রকৃত শক্তি লুকিয়ে আছে নিয়মিত খাওয়ার অভ্যাসে। প্রকৃতির এই ছোট্ট উপহারটি আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সহজ সমাধান হতে পারে।

কেবল টক-মিষ্টি স্বাদেই নয়, এর পুষ্টিগুণও আপনাকে দেবে এক সুস্থ ও সুন্দর জীবনযাপনের সুযোগ। তাই প্রতিদিনের খাবার তালিকায় কুল রাখার অভ্যাস গড়ে তুলুন এবং উপভোগ করুন এর প্রাকৃতিক স্বাস্থ্যসুরক্ষা।

Previous Next